সাফল্য কামনায় ট্যুইট মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সেই মতোই হল ফল প্রকাশ।

author-image
Pallabi Sanyal
New Update
mamata bathun

নিজস্ব সংবাদদাতা  : মাধ্যমিক পরীক্ষার পরের দিনই প্রকাশিত হল  হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল।বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সেই মতোই হল ফল প্রকাশ। সফল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, ''হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আগামী দিনগুলো তোমাদের সাফল্যের সঙ্গে পূর্ণ হোক।''

প্রসঙ্গত, শনিবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে সকাল সাড়ে ১০টায় হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। চলতি বছর পরীক্ষা শুরু হয়  ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। এদিনই পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে পড়ুয়াদের মার্কশিট তুলে দেওয়া হবে।