একাধিক শহরে সস্তা জ্বালানি!

24 ঘণ্টায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন ধরা পড়েছে। 85 ডলার থেকে অশোধিত তেলের ব্যারেলের দাম হয়েছে 83 ডলার। পাশাপাশি সরকারি তেল সংস্থাগুলির তরফে দেশের একাধিক শহরে জ্বালানির দামের ক্ষেত্রে বদল আনা হয়েছে।

author-image
New Update
petrol

নিজস্ব সংবাদদাতাঃ   24 ঘণ্টায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন ধরা পড়েছে। 85 ডলার থেকে অশোধিত তেলের ব্যারেলের দাম হয়েছে 83 ডলার। পাশাপাশি সরকারি তেল সংস্থাগুলির তরফে দেশের একাধিক শহরে জ্বালানির দামের ক্ষেত্রে বদল আনা হয়েছে।দেশের অনেক শহরে কমেছে জ্বালানির দাম। মুম্বই, কলকাতা, চেন্নাই ও দিল্লিতে অবশ্য জ্বালানির দাম রয়েছে স্থির। 11 মাস কলকাতায় জ্বালানির দামে কোনও বদল আসেনি। এদিন জ্বালানির দামে পরিবর্তন এসেছে নয়ডা, গুরগাঁও -এর মতো শহরে। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 106.03 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 92.76 টাকা।