New Update
/anm-bengali/media/media_files/lZNLi2Mspv3DZD9OXk0N.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানে বাড়ছে চীনা জাহাজ । এই অবস্থায় চীনের আমন্ত্রণে মধ্য এশিয়ার রাষ্ট্রপ্রধানরা একসঙ্গে একত্রিত হল। বৃহস্পতিবার চীনের ঐতিহাসিক শহর জিয়ান-এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি সম্মেলনে একসঙ্গে মিলিত হয়। জানা গেছে , এই সম্মেলনে শি জিনপিং একটি 'গুরুত্বপূর্ণ' ভাষণ দেবেন। এছাড়াও , একটি 'গুরুত্বপূর্ণ' রাজনৈতিক দলিলও স্বাক্ষরিত হবে। উল্লেখ্য, চীনের এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us