New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: গরু পাচার মামলার তদন্তে এবার যুক্ত হল আরো এক নাম। ৭ মার্চ শক্তিগড়ে ব্রেকফাস্ট টেবিলে অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কৃপাময় ঘোষ। এবার তাঁকে সিবিআই করল তলব। আগামীকাল এই তৃণমূল নেতাকে হাজিরার জন্য নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us