/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার সিএম আবাস যোজনা নিয়ে সিবিআই তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'প্রধানমন্ত্রী ঘাবড়ে গেছেন। এটা তার ঘাবড়ে যাওয়ার প্রকাশ। আমার বিরুদ্ধে তদন্ত কোনও ব্যাপার নয়। এখন পর্যন্ত আমার বিরুদ্ধে গত আট বছরে ৫০ বারের থেকেও বেশি মামলায় তদন্ত করিয়েছেন তিনি। তিনি বলেছেন কেজরিওয়াল স্কুল তৈরিতে দুর্নীতি করেছেন। বাস দুর্নীতি, মদ দুর্নীতি, সড়ক দুর্নীতি, জল দুর্নীতি, বিদ্যুৎ দুর্নীতি। পৃথিবীর মধ্যে হয়তো সব থেকে বেশি তদন্ত আমার বিরুদ্ধে হয়েছে। কিন্তু কোনও মামলায় কিছু পাওয়া যায়নি। এই মামলাতেও কিছু পাওয়া যাবে না। যখন কিছু গন্ডগোল নেই তখন কী পাওয়া যাবে?'
अब इन्होंने CM आवास की CBI जाँच शुरू करवा दी।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 28, 2023
प्रधानमंत्री जी घबराए हुए हैं। ये उनकी घबराहट दिखाता है।
मेरे ख़िलाफ़ enquiry कोई नई बात नहीं है। अभी तक मेरे ख़िलाफ़ पिछले 8 साल में 50 से ज़्यादा मामलों में enquiry करवा चुके हैं। बोले केजरीवाल ने स्कूल बनवाने में घोटाला कर… pic.twitter.com/rPtIpUcU4Y
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us