New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: এবার নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের নজরে আরো কিছু বিধায়ক এবং কাউন্সিলর। 'এ তো সব মহাপুরুষ। এদের কবে জিজ্ঞাসা করবেন? লোকসভা ভোটের পর?' তালিকা দেখে সিবিআইকে এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চার্জশিটে এসএসসির দুই আধিকারিক পর্ণা বসু ও সমরজিৎ আচার্যর নাম রয়েছে। এবার প্রশ্ন উঠছে তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য বা জীবনকৃষ্ণ সাহার মতো আরো কিছু নেতা যাবেন জেলে?
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us