New Update
/anm-bengali/media/media_files/Z0RTvfn508H7JlsVBVh1.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বালেশ্বরে কীভাবে ঘটল ট্রেন দুর্ঘটনা? ভয়ানক ওই দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি অন্তর্ঘাত? করমণ্ডল দুর্ঘটনার সময়ে কি ম্যানুয়াল সিস্টেম ব্যবহার করা হয়েছে? সব তথ্য জানতে বাহানাগায় তদন্ত চালাচ্ছে সিবিআই। টিমের নেতৃত্বে জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। জানা গেছে যে রেলের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করবে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা। দুর্ঘটনার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে সিবিআই।
#WATCH | CBI official at the accident site in Odisha's Balasore, where the tragic #TrainAccident took place on June 2. pic.twitter.com/CJnpuizunJ
— ANI (@ANI) June 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us