/anm-bengali/media/media_files/FfMedLxl2BBxQ1aWHOUm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, ১.৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সোনু কুমারকে গ্রেফতার করেছে। সিবিআইয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গত ৪ এপ্রিল ফরিদাবাদের বল্লভগড়ের বাসিন্দা রাম গুলামের কাছ থেকে ঘুষের বিষয়ে অভিযোগ মেলে। রাম গুলামের অভিযোগ, তাঁর বন্ধু যশপাল চোক্করের ছেলে আদিত্য চোক্কার, যিনি আমেরিকায় থাকেন, স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে একটি বিবৃতির জন্য আবেদন করেছিলেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সোনু কুমার প্রয়োজনের বিবৃতি জারি করার বিনিময়ে আদিত্যর কাছ থেকে ঘুষ দাবি করেছিলেন।
Central Bureau of Investigation (CBI) arrested one Sonu Kumar, Under Secretary, Ministry of Health & Family Welfare (GOI), New Delhi for accepting a bribe of Rs 1.5 lakh: CBI
— ANI (@ANI) May 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us