"পকেটে নারকেল বহন করেন", মুখ্যমন্ত্রীকে 'শিলান্যাস মন্ত্রী' বলে নিশানা কংগ্রেস নেতার

মুখ্যমন্ত্রীকে 'শিলান্যাস মন্ত্রী' বলে নিশানা করলেন কংগ্রেস নেতা কমল নাথ। তিনি জানিয়েছেন পকেটে নারকেল বহন করেন মুখ্যমন্ত্রী।  

author-image
Aniket
New Update
kn

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এবার 'শিলান্যাস মন্ত্রী' বলে নিশানা করলেন কংগ্রেস নেতা কমল নাথ। শিবরাজ সিং চৌহানকে মৌখিক আক্রমণ করে তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন 'শিলান্যাস মন্ত্রী', পকেটে নারকেল বহন করেন"। উল্লেখ্য,  মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে থেকেই কংগ্রেস বনাম বিজেপির একে অপরকে নিশানা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। হিমাচল প্রদেশ ও কর্ণাটকে বিজেপি সরকারের পতন ঘটিয়ে বর্তমানে মধ্যপ্রদেশেও বিজেপি সরকারের পতন ঘটানোর ক্ষেত্রে আশাবাদী কংগ্রেস। মধ্যপ্রদেশেও বিজেপির হার নিশ্চিত বলে মনে করছে কংগ্রেস। এছাড়াও কংগ্রেসে লক্ষ্য প্রধানমন্ত্রীর আসন। ২০২৪ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে রাহুল গান্ধী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে নিশ্চিত কংগ্রেসের নেতা-কর্মীরা।