New Update
/anm-bengali/media/media_files/CUiGPliIotuACClwFBBb.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পূর্ব নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এখনও নিখোঁজ রয়েছেন ২৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান। স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যেই।
Nepal | Death toll climbs to 5 with 28 still missing in Eastern Nepal rain-induced calamity: Police
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us