/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ড সম্পর্কে আজ হাইকোর্টে শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, "আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি।
/anm-bengali/media/media_files/DaoQkXCcbzQaXWwZ44YM.webp)
রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি। সেটাই ভালো হবে।" রাজ্য সরকারের আইনজীবির উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, " আপনিও এখানে জন্মেছেন এবং বড় হয়েছেন। আপনারও যন্ত্রণা হওয়া উচিত। এখানে যা ঘটেছে তা আমাদের পক্ষে যন্ত্রণাদায়ক।" তিনি আরও বলেন, "পুলিশ মার খেয়েছে।
/anm-bengali/media/media_files/uUboQd7O5PD3JXxyB4wl.png)
এতেই বোঝা যায় যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ। পুলিশে যদি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে আর কি করা যাবে? যে চিকিৎসকরা ওখানে আছেন তাদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা না পেলে তারা কিভাবে কাজ করবে?" এছাড়াও পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দেবে সিবিআই। এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বুধবার হবে এই মামলার পরবর্তী শুনানি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us