BREAKING: আবার হাইকোর্টে ধাক্কা খেলেন 'কালীঘাটের কাকু'!

'কালীঘাটের কাকু' কি আদৌ অসুস্থ? হাইকোর্টে বিচারপতির করা প্রশ্ন থেকে এমন প্রশ্নই উঠছে। কিন্তু কেন? ঠিক কী প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি?

author-image
Anusmita Bhattacharya
New Update
sujayk

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টে প্রশ্নের মুখের 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর অসুস্থতার যুক্তি। অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন কালীঘাটের কাকুর। 'দুটি কারণে চিকিৎসার প্রয়োজন থাকতে পারে। হয় এসএসকেএমে নির্দিষ্ট পরিকাঠামো নেই না হলে যে চিকিৎসকে দেখান তিনি নির্দিষ্ট হাসপাতালে বসেন। এর মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য?', সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'নির্দিষ্ট একজন চিকিৎসককে দেখাতে চাই', হাইকোর্টে সওয়াল সুজয়কৃষ্ণর আইনজীবীর।