বিশেষ পদক পেতে চলেছেন BSF-এর ৩৫ জন

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর একটি বিশেষ অনুষ্ঠান আগামী ২০২৩ সালের ২৪ মে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে। ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করবেন।

author-image
SWETA MITRA
23 May 2023
বিশেষ পদক পেতে চলেছেন BSF-এর ৩৫ জন

নিজস্ব সংবাদদাতাঃ  বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর একটি বিশেষ অনুষ্ঠান আগামী ২০২৩ সালের ২৪ মে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে। ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করবেন। আগামীকাল বুধবার ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি বিএসএফ জওয়ানদের পদক প্রদান করবেন এবংশ্রী কে এফ রুস্তমজি’-কে নিয়েও বকৃতা দেবেন অনেকে। বিএসএফ বাহিনীর মোট ৩৫ জন সদস্যকে পদক প্রদান করা হবে, যার মধ্যে জন সদস্যকে বীরত্বের জন্য পুলিশ পদক (পিএমজি) এবং ৩৩ জন সদস্যকে ( জন অবসরপ্রাপ্তসহ) মেধাবী সেবার জন্য পুলিশ পদক (পিএমএমএস) প্রদান করা হবে। বিএসএফের প্রথম ডাইরেক্টর জেনারেল পদ্মবিভূষণপ্রাপ্ত শ্রী কে এফ রুস্তমজির প্রতি গভীর স্নেহ শ্রদ্ধার প্রতীক হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।