New Update
/anm-bengali/media/media_files/d5dqFWjYD2vOYOBRxzf4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্রিগেড সমাবেশে আজ দলে দলে মানুষের ঢল নেমেছে। মোট ৭ টি দল এসে উপস্থিত হচ্ছে ব্রিগেডে। 'সকলের পেটে ভাত চাই, সকলের হাতে চাকরি চাই', এই দাবিতেই রাজ্যের তরুণ দল আজ পথে নেমেছে।
৫০ দিনের ইনসাফ যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে। আজ সেই যাত্রার শেষ দিনের সমাবেশ এটি। কলকাতার ব্রিগেডে গিয়ে শেষ হবে আজ। জলপথ এবং স্থলপথে দলে দলে আসছেণ মানুষ নানা রাজ্য থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us