New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এবার যুদ্ধ নিয়ে চিন্তা বাড়ছে উত্তর কোরিয়া ও জাপানের মধ্যে। উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানা যাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় বৃহস্পতিবার এই বিষয়ে জানিয়েছে। কার্যালয় দাবি করেছে, কি ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে উড়ে গিয়েছে।
#BREAKING NKorea fires suspected ballistic missile: Japan PM's office pic.twitter.com/lbRpaB8T2e
— AFP News Agency (@AFP) August 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us