/anm-bengali/media/media_files/JrrYUitAZHaAe22oL5S1.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রক কুইন টিনা টার্নার। সুইজারল্যান্ডের জুরিখের কাছে কুসনাখতে তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৮৩ বছর বয়সে মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। টার্নার ১৯৫০ এর দশকে তার কর্মজীবন শুরু করেন। সর্বকালের শীর্ষ রেকর্ডিং শিল্পীদের একজন তিনি।
দর্শকদের মনে এখনও দাগ কেটে যায় তার বিখ্যাত রক গান 'হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট'। এই গানে তিনি প্রেমকে "সেকেন্ড-হ্যান্ড ইমোশন" বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউস গায়িকা টিনা টার্নারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তার মৃত্যু সঙ্গীত জগতের জন্য ব্যাপক ক্ষতি বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, "এটি অবিশ্বাস্যভাবে দুঃখজনক সংবাদ। টিনা টার্নার ছিলেন একজন সঙ্গীত আইকন"।
#BREAKING Rock queen Tina Turner has died at 83: statement pic.twitter.com/6x8rY5n954
— AFP News Agency (@AFP) May 24, 2023
#BREAKING White House mourns 'massive loss' of 'icon' Tina Turner pic.twitter.com/kZZTeIu2wE
— AFP News Agency (@AFP) May 24, 2023