New Update
/anm-bengali/media/media_files/HkePgprFZ2LU0IdfRfnJ.png)
নিজস্ব সংবাদদাতা: শনিবার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ডিকে শিবকুমার। সোমবার তিনি বেঙ্গালুরুতে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসএম কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসএম কৃষ্ণের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছেন তিনি। তবে কোনও রাজনৈতিক সাক্ষাৎ নয়, এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এসএম কৃষ্ণ সম্পর্কে শিবকুমারের আত্মীয় হন। ডিকে শিবকুমারের কন্যা ২০২১ সালে এসএম কৃষ্ণের নাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
#WATCH | Karnataka Deputy CM DK Shivakumar meets BJP leader-former Union Minister and his relative, SM Krishna in Bengaluru.
— ANI (@ANI) May 22, 2023
DK Shivakumar's daughter married SM Krishna's grandson in 2021. pic.twitter.com/vmyK78xmWR
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us