/anm-bengali/media/media_files/HkePgprFZ2LU0IdfRfnJ.png)
নিজস্ব সংবাদদাতা: অত্যন্ত সাবধানতার সঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাছাই করছে কংগ্রেস। অতীতের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সঠিক নেতার হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে চাইছেন কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা। বর্তমানে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার। তবে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী সেই সম্বন্ধে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। বর্তমানে দিল্লিতে পৌঁছেছেন শিবকুমার। দিল্লিতে তিনি দলীয় হাইকমান্ডের সাথে দেখা করবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই কংগ্রেস বিধায়ক দের নিয়ে বেঙ্গালুরুতে বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠকে কংগ্রেসের ৩ সদস্যের পর্যবেক্ষক দল প্রত্যেক বিধায়কদের থেকে তাদের মত জেনেছেন। বর্তমানে দলের হাইকমান্ড এই মতামতের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নেবেন। তবে যে কোনো সিদ্ধান্তেই দলের পাশে থাকার বার্তা দিয়েছেন শিবকুমার।
#WATCH | Karnataka Congress chief DK Shivakumar arrives in Delhi from Bengaluru. He will meet party high command amid talks to decide the next chief minister of Karnataka. pic.twitter.com/tFfmfgJPxB
— ANI (@ANI) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us