ব্রেকিং: প্রধানমন্ত্রীর ডাকে সারা, মতপার্থক্যকে দূরে রাখলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারা দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রাখার বার্তা দিয়েছেন তিনি। 

author-image
Aniket
24 May 2023
ব্রেকিং: প্রধানমন্ত্রীর ডাকে সারা, মতপার্থক্যকে দূরে রাখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮ মে উদ্বোধন করা হবে নতুন সংসদ ভবনের। যেখানে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। এবার জানা যাচ্ছে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএসআরসিপি নেতা ওয়াইএস জগন মোহন রেড্ডি  দিল্লিতে ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনে যোগ দেবেন। ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছেন ওয়াইএস জগন মোহন রেড্ডি। তিনি সমস্ত রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রাখার বার্তা দিয়েছেন। ট্যুইট করে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন জানাই মহান, জাঁকজমকপূর্ণ এবং প্রশস্ত সংসদ ভবনটি জাতিকে উৎসর্গ করার জন্য। সংসদ গণতন্ত্রের মন্দির, আমাদের জাতির আত্মাকে প্রতিফলিত করে এবং আমাদের দেশের জনগণ এবং সমস্ত রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত। এমন একটি শুভ অনুষ্ঠান বর্জন গণতন্ত্রের প্রকৃত চেতনার অংশ হতে পারেনা। সকল রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রেখে আমি সকল রাজনৈতিক দলকে এই মহিমান্বিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। গণতন্ত্রের প্রকৃত চেতনায় আমার দল এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেবে"। উল্লেখ্য, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, শিবসেনা সহ ১৯ টি দল। ইতিপূর্বেই যার দ্ব্যর্থহীন ভাবে নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। এনডিএ-এর তরফে বিবৃতি জারি করে বলা হয়, "এই কাজটি শুধুমাত্র নিছক অসম্মানজনক নয়, এটি আমাদের মহান জাতির গণতান্ত্রিক নীতি এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য একটি স্পষ্ট অবমাননা"।