New Update
/anm-bengali/media/media_files/lgcXEG1WR7w4CmYjcwRd.webp)
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনার বিচারের দাবীতে আজ উত্তাল হয়ে উঠল রবিবাসরীয় দুপুর।
/anm-bengali/media/post_attachments/f08dfda0-05b.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ সল্টলেকের ৫ নম্বর জলের ট্যাঙ্কের কাছ থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রতিবাদী মহিলারা মাথায় কালো ফেট্টি বেঁধে বিচারের দাবীতে পথে নেমেছেন। তাদের একটাই দাবী ' বিচার চাই। '
/anm-bengali/media/post_attachments/b3ca35ff-dff.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এক মাস প্রায় অতিক্রান্ত , আগামীকাল ৯ সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি আছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us