/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮ মে কেন্দ্রে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হবে। তবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, শিবসেনা সহ ১৯ টি রাজনৈতিক দল। এবার বিবৃতি জারি করে এই বিষয়ে দ্ব্যর্থহীন ভাবে নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, "এই কাজটি শুধুমাত্র নিছক অসম্মানজনক নয়, এটি আমাদের মহান জাতির গণতান্ত্রিক নীতি এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য একটি স্পষ্ট অবমাননা"। উল্লেখ্য, নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আহ্বান না করার অভিযোগ এনে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১৯ টি রাজনৈতিক দল।
National Democratic Alliance (NDA) says it unequivocally condemns the decision of 19 political parties to boycott the inauguration of the new Parliament building on 28th May.
— ANI (@ANI) May 24, 2023
"This act is not merely disrespectful; it is a blatant affront to the democratic ethos and… pic.twitter.com/SjcsoxeYMD