New Update
/anm-bengali/media/media_files/enaqlM0vzVpOEkEQHF8B.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্যপালের হস্তক্ষেপ চাইল জুনিয়র ডাক্তাররা। জাস্টিসের দাবীতে আজ জুনিয়র ডাক্তাররা, নার্সরা এবং স্বাস্থ্য কর্মীরা ফের পথে নেমেছেন।
/anm-bengali/media/post_attachments/d3f0509a-b27.png)
আন্দোলনকারীরা জানিয়েছেন যে, বিচারের দাবীতে আজ আমরা রাজ্যপালের দারস্থ হচ্ছি। দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই।
/anm-bengali/media/post_attachments/5be964b2-a58.png)
এই মিছিলে নবীনদের পাশে প্রবীণ ডাক্তাররাও আছেন। তবে আজকে ডাক্তাররা ছাড়াও সমাজের নানা স্তরের মানুষরাও যোগ দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/afec3e84-fc0.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ তারা নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন পর্যন্ত যাবেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ ডাক্তাররা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন।
/anm-bengali/media/post_attachments/b4b39627-b3d.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us