New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ফের দুর্ঘটনার মুখে পড়ল বাংলার এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে মঙ্গলবার আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায় ডাউন হাওড়া-বিকানের এক্সপ্রেসে ছিঁড়ে পড়ল ওভারহেড তার। যার জেরে থমকে যায় ট্রেন পরিষেবা।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন যে, ' আসানসোল স্টেশন থেকে ডাউন হাওড়া-বিকানের এক্সপ্রেস ছাড়ার পর হঠাৎই একটি বিকট শব্দ হয়। দেখতে পাওয়া যায়, ওভারহেডের তার ট্রেনের উপর পড়ে যায়। '
বর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও কর্মীরা। তার মেরামতির কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us