New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। এই আবহেই আজ ৪০ দিন পরে আরজি করের ঘটনার পরবর্তী শুনানি হল। এই শুনানির পরেই রাজ্যে ঘটল একাধিক বদল।
সূত্র মারফত জানা গিয়েছে যে, আইপিএস অফিসার জাভেদ শামিমকে পশ্চিমবঙ্গের এডিজি এবং আইজিপির পদ থেকে সরিয়ে এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, আইপিএস অফিসার ত্রিপুরারি অথর্বকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সে দায়িত্ব দেওয়া হয়েছে। তারই সাথে আইপিএস অফিসার অভিষেক গুপ্তাকে ডিসি নর্থ ডিভিশন থেকে সরিয়ে ইএফআর 'এর সেকেন্ড ব্যাটেলিয়নের ওসির পদে নিযুক্ত করা হয়েছে।
সব শেষে ইস্ট শিলিগুড়ির ডিসি দীপক সরকারকে ডিসি নর্থ ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us