New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছরের মতোই এবারেও কলকাতার দুই জনবহুল সরোবরে নিষিদ্ধ হল ছটপুজো। জানা গিয়েছে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে দক্ষিণ কলকাতা ও পূর্ব কলকাতার দুই সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে KMDA।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
আগামীকাল রাত ১০টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। তবে বিকল্প জলাশয়ের তালিকাও দেওয়া হয়েছে কর্পোরেশন থেকে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us