New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং পণ্যবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে করমন্ডল এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনার পর থেকে বিভিন্ন সময় দেশের একাধিক স্থান থেকে রেলের বিপর্যয়ের খবর সামনে এসেছে। এবার জানা যাচ্ছে, রাজস্থানের জয়পুরের জোবনেরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। এরফলে রেল চলাচল প্রভাবিত হয়েছে। দুর্ঘটনা স্থানে পুনরুদ্ধারের কাজ চলছে।
#WATCH | Jaipur, Rajasthan: Two coaches of a goods train derailed near Jobner, rail traffic affected. Accident relief vehicle present at the spot & restoration work is underway. pic.twitter.com/JTHRygdQMV
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us