New Update
/anm-bengali/media/media_files/lgcXEG1WR7w4CmYjcwRd.webp)
নিজস্ব সংবাদদাতাঃ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হল অভিজিৎ মণ্ডলকে, সূত্র মারফত জানা গিয়েছে যে, তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/36fd9a8e-548.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে চটি দেখানো হয়। তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। তারা স্লোগান তোলেন, '' কলকাতা পুলিশ হায় হায়। '' এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
/anm-bengali/media/post_attachments/75f44a4e-c20.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us