/anm-bengali/media/media_files/aWn5K6fPRWMEEPrVtrTy.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের বাখমুত রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। তবে এবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ২৩ মে পর্যন্ত রাশিয়ান সৈন্যদের ক্ষতির তথ্য প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে ইউক্রেনীয় বাহিনী নতুন করে রাশিয়ান বাহিনীর ৪৮০ জনকে হত্যা করেছে। তথ্য অনুসারে রাশিয়ান বাহিনীর মোট ২,০৪,৩৬০ জন সৈন্যকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। উল্লেখ্য, বাখমুতে রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে জয় পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে বাখমুতের চারপাশে এবং শহরের উপকূলে দুই দলের মধ্যে সংঘর্ষ এখনও চলছে বলে ইউক্রেনীয় বাহিনীর তরফে জানানো হয়েছে।
⚡️The General Staff of the Armed Forces of Ukraine published data on the losses of russian troops as of May 23.
— FLASH (@Flash_news_ua) May 23, 2023
In total, about 204,360 russians were eliminated.
👉 Follow @Flash_news_ua