New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
ব্রেকিং
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম থেকে বোমা উদ্ধারের ঘটনা ক্রমশ বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকালে বোমা উদ্ধারের খবর সেভাবে পাওয়া না গেলেও, নবজোয়ার যাত্রা বীরভূম ত্যাগ করতেই ফের উদ্ধার হল বোমা। শনিবার সিউড়ির বাঁশঝোড় গ্রামে ক্যানালের পাড় থেকে ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। গোটা এলাকা পুলিশের ঘেরাটোপে রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us