আতঙ্ক! বোমা হামলার হুমকি এবার বিমানবন্দরে

ফের বিমানবন্দরে বোমা হামলার হুমকি। বুধবার পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে বোমা হামলার হুমকি আসে। এই খবরের পরই বিমানবন্দর খালি করে দেওয়া হয়।

author-image
New Update
port

নিজস্ব সংবাদদাতা: ফের বিমানবন্দরে (Airport) বোমা হামলার হুমকি।  বুধবার পাটনার (Patna) জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে বোমা হামলার (Bomb Threat) হুমকি আসে।  এই খবরের পরই বিমানবন্দর খালি করে দেওয়া হয়। তবে বিমানবন্দরে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই ফ্লাইট চলাচল করছে। তবে কারা এই বোমা হুমকির  মেল করেছে তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।