দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ভাড়ার বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলমগঞ্জ এলাকার ঘটনা। নিহতরা হলেন দেবাশীষ ঘোষ(৬৪), পেশায় ব্যবসায়ী ও তার স্ত্রী জলি ঘোষ । পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সুসাইড নোটে দেবাশীষ ঘোষ লিখেছেন যে দেনায় জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। পঞ্চাশ লক্ষ টাকা দেনা রয়েছে বলে দেবাশীষ বাবু উল্লেখ করেছেন। বাড়ির মধ্যেই রয়েছে দম্পতির মৃতদেহ, ঘটনাস্থলে ঘাটাল থানার তদন্তকারী অফিসাররা।