/anm-bengali/media/media_files/GezgPs9lar9jf3bQOWXv.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সন্দেশখালিতে। তার সাথেই সামনে এবার সামনে এসেছে বিজেপির রাজনৈতিক চক্রান্তও। অতি সম্প্রতি, তৃৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তার 'এক্স' মাধ্যমে জনৈক ব্যক্তির সাথে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের ফোনের এক বার্তালাপ সামনে এনেছেন, যা শুনে রীতিমতো অবাক হতে হয় !
বার্তালাপের মাধ্যমে সন্দেশখালিতে ঘটে চলা বিজেপির চক্রান্তকে ফাঁস করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বার্তালাপে যা শোনা গিয়েছে তার সারমর্ম হল এই যে, ফের একবার বিজেপির বিধায়করা সন্দেশখালিতে যেতে পারেন। শুধু তাই'ই নয়, বিজেপি ফের সিবিআই তদন্তের দাবী করছে বলেও জানা গিয়েছে।
এছাড়াও, সন্দেশখালির এই ঘটনাকে সিঙ্গুর এবং নন্দীগ্রামের সংগ্রামের সাথে সংযুক্ত করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন করলে অগ্নিমিত্রা পাল জানআন যে, অবশ্যই তারা দুটিকে সংযুক্ত করবেন এবং কীভাবে করবেন তার প্ল্যানও আলোচনা করছেন তারা।
মারাত্মক। pic.twitter.com/GmynRdtIhC
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 15, 2024
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us