New Update
/anm-bengali/media/media_files/p3jQ3LZgvsJm1I6ABclZ.jpg)
বিজেপির বিক্ষোভ
দিগ্বিজয় মাহালী, পূর্ব মেদিনীপুর : বুথ সভাপতিকে হত্যার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর ডাকে পালিত হচ্ছে ১২ ঘন্টার বনধ। আর বনধকে কেন্দ্র করেই দফায় দফায় অশান্তি ছড়িয়েছে ময়নায়। শ্রীরামপুর বাজারে ময়না মণ্ডল-৫-এর ব্যাবস্থাপনায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির মণ্ডল সভানেত্রী শুভ্রা ঘোড়াই সহ স্থানীয় নেতৃত্বরা। টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। চলছে স্লোগানিং।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us