New Update
/anm-bengali/media/media_files/6BeuxfDU3jyZRPyFzvLx.jpg)
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। পুলিশকে তুই-তোকারি করে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপি (BJP) সাংসদের বিরুদ্ধে। এই বিষ্ণুপুরের সাংসদ প্রকাশ্যে বাঁকুড়ার সোনামুখী থানার আইসিকে হুমকি দিয়েছেন বলে খবর। সৌমিত্র খাঁ হুমকি দেন, 'আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাবো। তারপর কী ব্যবস্থা করা যায় দেখব। আই সি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। তোরা ঘরের মা বোনেদের বিক্রি করিস বলে এখানের মা বোনেদের টাকা চুরি করবি?' এদিকে সাংসদের এহেন মন্তব্যকে ঘিরে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us