New Update
/anm-bengali/media/media_files/C1UvGsBRyNNCbaCUnRhd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'নিখোঁজ' মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে এবার মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আজ মঙ্গলবার বলেন, 'মুকুল রায় তো নিখোঁজ অনেকদিন আগেই হয়েছেন। ছয় মাসের মধ্যে দেখুন ওর কোনও খবর আছে কিনা। উনি তো একজন এমএলএ। বাংলার রাজনীতিতে খুব বড় ব্যক্তিত্ব হলেন মুকুল রায়। উনি এত বড় নেতা হয়েও তাহলে কেন কোনও খবর নেই। আমার মনে হয় এটা লস্ট কেস। মুকুল রায়কে নিয়ে কেউ চিন্তা করে না আর।' যদিও হঠাৎ কাউকে কেন না জানিয়ে দিল্লি গেলেন মুকুল? তুঙ্গে উঠেছে জল্পনা। মুকুল পুত্র শুভ্রাংশু থানার দ্বারস্থ হলেও কেন কোনও পদক্ষেপ নেওয়া হল না পুলিশের তরফে? শুধু তাই নয়, বঙ্গ রাজনীতিতে মুকুল রায়ের ঠিক অবস্থানটা কি সেটা নিয়েও ধোঁয়াশা অব্যাহত রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us