New Update
/anm-bengali/media/media_files/9whM4TyBq3K1zc6Eby1J.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে আজ রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/DMqEIlq5mN3iPNVwvFL5.jpg)
আজ আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ চেয়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি। এই দাবিতে ফের পথে নেমেছে রাজ্য বিজেপি। আজ ঘোলা থানা ঘেরাও করার দাবিতে মিছিল শুরু করেছে বিজেপি।
/anm-bengali/media/media_files/CQ88qP39xZvoypr6x6ZL.jpg)
জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ঘোলা থানা ঘেরাও করা হয়েছে। সেই সঙ্গে সেখানে অর্জুন সিং, কৌস্তভ বাগচি সহ বিজেপির নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে তাঁদের থানায় ঢুকতে বাধা দিয়েছে।
/anm-bengali/media/media_files/jjUMtvLgMU3Lood8WutZ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us