'গরম পড়েছে, বেলের শরবত খান,' TMC সাংসদকে আক্রমণ বিজেপি নেতার

তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিশানা করলেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পরপর বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে।‘

author-image
SWETA MITRA
23 May 2023
'গরম পড়েছে, বেলের শরবত খান,' TMC সাংসদকে আক্রমণ বিজেপি নেতার

নিজস্ব সংবাদদাতাঃ এবার তৃণমূল সাংসদ (TMC) সৌগত রায়কে নিশানা করলেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পরপর বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে।‘ আর সাংসদের এহেন মন্তব্যকে হাতিয়ার করে সরব হলেন তরুণজ্যোতি। তিনি আজ মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, ‘রাজ্যে বিভিন্ন জায়গায় বোম বিস্ফোরণের একেবারে নতুন তত্ত্ব আনলেন তৃণমূলের সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এইরকম মন্তব্য একমাত্র তৃণমূলের কাছ থেকেই পাওয়া সম্ভব। সৌগত রায় দাদা, প্রচন্ড গরম পড়েছে একটু বেলের শরবত খান পেট ঠিক থাকবে এবং ভুলভাল কথা বলাটা বন্ধ হবে।‘