পুরোপুরি ফ্লপ, জানালেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ সরকারের ‘কর্মতীর্থ’ প্রকল্প নিয়ে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় সাত বছর আগে রাজ্য জুড়ে চালু করা হয় এই 'কর্মতীর্থ' প্রকল্প।

author-image
SWETA MITRA
New Update
suvendu ma.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের ‘কর্মতীর্থ’ প্রকল্প নিয়ে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ বুধবার এক টুইট বার্তায় শুভেন্দু বলেন, ‘কর্মতীর্থহলপশ্চিমবঙ্গজুড়েস্টল / দোকাননির্মাণেরজন্যএকটিপ্রকল্পপ্রচারেরজন্যপশ্চিমবঙ্গসরকারকর্তৃকপ্রদত্তএকটিঅভিনবনাম।প্রকল্পটিখারাপভাবেফ্লপহয়েছেএবংএইস্টলগুলিরকোনওগ্রহণকারীনেই।৮১০টিস্টলখালিপড়েরয়েছে।সবথেকে মজারবিষয়হল  সংখ্যালঘুবিষয়কমন্ত্রকেরমাল্টি-সেক্টরালডেভেলপমেন্টপ্রোগ্রামের (এমএসডিপি) অধীনেবরাদ্দকেন্দ্রীয়সরকারেরতহবিলব্যবহারকরেকর্মতীর্থগুলিনির্মিতহয়েছিল।এটিএকটিকেন্দ্রীয়স্পনসরডস্কিম, দেশেরসংখ্যালঘুঅধ্যুষিতজেলাগুলিতেসংখ্যালঘুদেরআর্থ-সামাজিকঅবস্থারউন্নতিরজন্যকেন্দ্রীয়সরকারকর্তৃকঅনুমোদিত ব্যাপার।‘