New Update
/anm-bengali/media/media_files/x12safptS876x5x17vrN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, “বাংলার মেয়ে বাংলাতেই ব্রাত্য।তৃণমূল সরকারকে কাটমানি না দিতে পারলে যোগ্যরাও হয়ে যায় অযোগ্য।”
/anm-bengali/media/media_files/Lom8VhXg9NBU96LfwZc8.jpg)
এই বিষয় নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল টুইট করে বলেছেন, “বাংলা নিজের মেয়েকে চায়না। রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য না পেয়ে মেদিনীপুরের মেয়ে আভা খাটুয়া চলে গেল মহারাষ্ট্রে। এর থেকে লজ্জার আর কি হতে পারে?”
বাংলা নিজের মেয়েকে চায়না। রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য না পেয়ে মেদিনীপুরের মেয়ে আভা খাটুয়া চলে গেল মহারাষ্ট্রে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? https://t.co/N1Dn6roKwL
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 12, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us