বাংলা নিজের মেয়েকে চায়না! ফের সরব হলেন বিজেপি নেত্রী

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল টুইট করে বলেছেন, বাংলা নিজের মেয়েকে চায়না।

author-image
Probha Rani Das
New Update
agnimitraa paull.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, “বাংলার মেয়ে বাংলাতেই ব্রাত্যতৃণমূল সরকারকে কাটমানি না দিতে পারলে যোগ্যরাও হয়ে যায় অযোগ্য।” 

arvind agnimitrass.jpg

এই বিষয় নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল টুইট করে বলেছেন, “বাংলা নিজের মেয়েকে চায়না। রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য না পেয়ে মেদিনীপুরের মেয়ে আভা খাটুয়া চলে গেল মহারাষ্ট্রে। এর থেকে লজ্জার আর কি হতে পারে?” 

Adddd