New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্যের হলফনামা তলব। আগামী ২৬শে সেপ্টেম্বরের মধ্যে হলফনামা তলব করা হল। পঞ্চায়েত হিংসায় মৃতদের নামসহ সম্পূর্ণ তালিকা দিতে হবে। রাজ্য প্রকল্প অনুযায়ী কোন কোন মৃতের পরিবার ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়েছেন সেটা জানাতে হবে হলফনামায়।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us