/anm-bengali/media/media_files/5d5fjILuNq3tjlBtuFeP.webp)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের ইন্দোরে এক মহিলাকে জোর করে ধর্মান্তর করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ইন্দোরের খাজরানা থানার ইনচার্জ দীনেশ ভার্মা জানিয়েছেন, একজন মহিলা ফয়জান বলে একজন ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তিনি অভিযোগ দায়ের করেছেন যে, ফয়জান তাকে বিয়ে করার জন্য তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য চাপ দিচ্ছিল। মেয়েটি রাজি না হলে ফয়জান তাকে মারধর করে। গত ৭-৮ মাস ধরে তারা লিভ-ইন রিলেশনশিপের মধ্যে ছিলেন। মহিলা জানিয়েছেন, তিনি এবং ফয়জান সম্প্রতি 'দ্যা কেরালা স্টোরি' সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমাটি দেখার পর দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারপরেই তিনি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন।
#WATCH | MP: A girl, who was in a live-in relationship with one Faizan, lodged a complaint that Faizan was pressurizing her to convert to Islam in order to marry him. Faizan also thrashed the girl when she refused. They were living in a live-in relationship for the last 7-8… pic.twitter.com/A8Cx1emfRz
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 23, 2023