/anm-bengali/media/media_files/YoC6ZF496HVoQcl40xl8.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই দৃঢ়। বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে রয়েছেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে পেরে সম্মানিত হয়েছেন বলে ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জয়শঙ্কর। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে ট্যুইট করে জয়শঙ্কর বলেছেন, "আমাদের নেতৃবৃন্দের পথনির্দেশ ও দূরদৃষ্টি ভারত-বাংলাদেশের 'মৈত্রী'কে শক্তিশালী করে চলেছে"।
Honoured to call on Prime Minister Sheikh Hasina of Bangladesh. Conveyed personal greetings and warm regards of PM @narendramodi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 11, 2023
The guidance and vision of our leaders continues to strengthen India-Bangladesh Maitri. pic.twitter.com/UgStGWrZfv
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us