/anm-bengali/media/media_files/7JNilTXursapAXk8p4EZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর ভিলুপুরম জেলায় নকল মদ খেয়ে মৃতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। বর্তমানে চেঙ্গলপাট্টু এবং ভিলুপুরমে দুটি পৃথক নকল মদ-সম্পর্কিত ঘটনায় এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেক মানুষ। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ। নকল মদ খেয়ে মৃতের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় শোক ও আতঙ্ক বিরাজ করছে চেঙ্গলপাট্টু এবং ভিলুপুরমে।
Six persons, including a child and woman, were killed in a road accident that took place in the Baloda Bazaar district of Chhattisgarh
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 15, 2023
A pickup vehicle carrying over 2 dozen people was hit by a truck leaving six dead. The accident took place near Goda Bridge under Palari Police…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us