/anm-bengali/media/media_files/CnQkhsaSkfV3mUwDALge.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা ক্রীড়াবিদদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ এনে দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কুস্তিগীরদের একাংশ। তবে বর্তমানে জানা যাচ্ছে, যন্তর মন্তরে পুলিশের সঙ্গে বিক্ষোভরত কুস্তিগীরদের সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কুস্তিগীরদের অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করছে। এই বিষয়ে বজরং পুনিয়া বলেছেন, "আমাদের পুরো দেশের সমর্থন দরকার, সবাইকে দিল্লিতে আসতে হবে। পুলিশ আমাদের বিরুদ্ধে বল প্রয়োগ করছে, মহিলাদের অপব্যবহার করছে এবং ব্রিজভূষণের বিরুদ্ধে কিছুই করছে না"। পুলিশ ও কুস্তিগীরদের সংঘর্ষে বর্তমানে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে।
#WATCH | Delhi: A scuffle breaks out between protesting wrestlers and Delhi Police at Jantar Mantar pic.twitter.com/gzPJiPYuUU
— ANI (@ANI) May 3, 2023
#WATCH | "We're in need of the support of the whole country, everyone must come to Delhi. Police using force against us, abusing women and doing nothing against Brijbhushan...": Wrestler Bajrang Punia pic.twitter.com/krGrO7HlxM
— ANI (@ANI) May 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us