বড় খবর: সেনাবাহিনীর ওপর বোমা হামলা, নিহত একাধিক

পাকিস্তানী সেনাবাহিনীর ওপর বোমা হামলা হয়েছে। একাধিক সেনাবাহিনীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 

author-image
Aniket
New Update
ewr

File Picture

নিজস্ব সংবাদদাতা: বুধবার পাকিস্তানী সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলা হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম পাকিস্তানের উপজাতীয় জেলায় একটি নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী বোমা হামলা চালায় এক সন্ত্রাসী। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেলা বাজারের লিয়াকত নিরাপত্তা চৌকিতে হামলাটি হয়েছে। হামলার ফলে দুইজন সেনা ও একজন পুলিশ সহ চারজন নিহত হয়েছে। পাকিস্তানী সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, হামলাকারীর উদ্দেশ্য ছিল একটি জনসমাবেশকে লক্ষ্য করে ব্যাপক প্রাণহানি ঘটানো। তবে নিরাপত্তা বাহিনী সন্দেহজনক গাড়িটিকে আটক করেছে। বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী এবং স্থানীয় পুলিশদের দ্বারা পরিচালিত নিরাপত্তা চৌকিতে পৌঁছে বোমা হামলাকারী নিজের সঙ্গে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়। যার ফলে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন একজন সেনা ও একজন পুলিশ সদস্য। তবে এখনও পর্যন্ত হামলার দায় কোনও সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। উল্লেখ্য, কয়েক দিনের মধ্যে পাকিস্তানে এটি দ্বিতীয় হামলা। সদ্য, জঙ্গিরা হাঙ্গু জেলায় একটি বেসরকারি অনুসন্ধান কোম্পানির গ্যাস প্ল্যান্টে হামলা চালায়। যার ফলে অন্তত চারজন এফসি কর্মী এবং দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিহত হয়।