New Update
/anm-bengali/media/media_files/ZC74IKeh3TxbeeBBpLf1.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনে। ইউক্রেনে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনীর হামলার ফলে ইউক্রেনে মৃত্যু মিছিল লেগেই রয়েছে। এই পরিস্থিতি বর্তমানে ইউক্রেন জুড়ে ফের বিমান সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো মুহূর্তে ইউক্রেনের যেকোনো স্থানে বিমান হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এই সতর্কতার ফলে ইউক্রেনবাসীদের মধ্যে ব্যাপক আতংক তৈরি হয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনী যেকোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানা যাচ্ছে।
⚡Air alert throughout the territory of Ukraine
— FLASH (@Flash_news_ua) May 18, 2023
👉@Flash_news_uapic.twitter.com/kUfMe5VAPm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us