New Update
/anm-bengali/media/media_files/gYHu4TAdOFb7XY6iI4Wo.png)
নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যভবন থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্তের ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। তবে স্বাস্থ্যভবন থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেও আন্দোলন বন্ধ হবে না বলে ঘোষণা করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
/anm-bengali/media/media_files/OXHJwL4fKxojD2eNWZVN.png)
জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে, "কেউ যেন আমাদের নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, আমাদের অবস্থান বন্ধ হলেও আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। কিভাবে বিচার পেতে হয় তা আমরা জানি। যারা বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের বলে দিতে চাই, আমরা ঘুমিয়ে পড়ছি না, সমস্ত সমাজকে জাগিয়ে দিয়ে যাব আমরা। আমাদের আন্দোলনের শুধুমাত্র পালের দিক ঘুরেছে, আন্দোলন চলবে ততদিন, যতদিন আমাদের বোনের দোষীদের খুঁজে সাজা না দিতে পারি"। কাজে ফায়ার কোনও রকম দুর্নীতি দেখলে ফের বড়সড় আন্দোলন ও কর্মবিরতি করা হবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us