New Update
/anm-bengali/media/media_files/OolDJ7NEDjeJmsFj62YT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ বিধানসভায় দুটি বিষয় নিয়ে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। প্রথমত, পয়লা বৈশাখের দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করার প্রস্তাব। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাবও আনা হতে পারে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us