New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ একদিকে যেখানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূল বিক্ষোভ বসে সেখানে রাজ্যে দুর্নীতির প্রতিবাদে মেয়ো রোডে বিক্ষোভ করে বিজেপির মহিলা মোর্চা। সেখানেই মানিব্যাগ হারিয়ে ফেললেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। মানিব্যাগে ছিল গুরুত্বপূর্ণ কিছু কাগজ এবং আইডি কার্ড, জানালেন বিধায়ক। জানা গেছে যে ময়দান থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us