মন কি বাত : শুরুর আগের ঝলক! দেখুন ভিডিও

মন কি বাত পা রেখেছে ১০০ পর্বে। তারই নেপথ্যের কিছু ঝলক সামনে এনেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র।

author-image
Pallabi Sanyal
New Update
man ki bat

মন কি বাতের নেপথ্যের ঝলক

নিজস্ব সংবাদদাতা : সম্প্রচারিত হল মন কি বাতের ১০০ পর্ব।  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ২০১৪ সালের পর ৩ অক্টোবর থেকে মন কি বাত শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। দেখতে দেখতে মন কি বাত পা রেখেছে ১০০ পর্বে।  তারই নেপথ্যের কিছু ঝলক সামনে এনেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। নিজের ট্যুইটার হ্যান্ডেলে স্পেশাল একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।  শুরুর আগে থেকে মন কি বাত সম্প্রচারিত হওয়া পর্যন্ত কয়েক ঝলক ধরা পড়েছে ভিডিওয়। প্রধানমন্ত্রীর দফতরে আসা থেকে মাইক্রোফোনের সামনে বক্তব্য রাখা, বিশেষ মুহূর্তগুলি ধরা পড়েছে ভিডিওয়। দেখে নিন আপনিও।